Saturday 22 January 2011

বাংলাদেশী শিশুকে হত্যা ভারতের আগ্রাসী চরিত্রের প্রকাশ : ন্যাপ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেছেন, দেশ এখন কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিসহ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির বিরুদ্ধে সরকার নতুন নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি কুড়িগ্রামে ফুলবাড়ী সীমান্তে বিনা উস্কানিতে বিএসএফ বাবার সামনে মেয়ে ফেলানীকে হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ঘটনা ভারতের আগ্রাসী চরিত্র ও সরকারের নতজানু পররাষ্ট্রনীতির পরিচয় বহন করে।
গতকাল সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ) ঢাকা মহানগর আয়োজিত ‘মহাজোট সরকারের দুই বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের ঢাকা মহানগর আহ্বায়ক আনছার রহমান শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। মহানগর সদস্য সচিব মো. শহীদুন্নবী ডাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান সুব্রত বারুরি, যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, দফতর সম্পাদক মো. নুরুল আমান চৌধুরী টিটো, আহসান হাবিব খাজা, মল্লিক আবদুস সোবহান, মতিয়ারা চৌধুরী মিনু, সুলতানা সাঈদা শিল্পী, মোহাম্মদ কামালউদ্দীন, শাহ্ মো. শাহ্ আলম, বাহাদুর শামিম আহমেদ পিন্টু, মো. ওয়াজিউল্লাহ প্রমুখ।

No comments:

Post a Comment