Friday 7 January 2011

আখাউড়া স্থলবন্দর দিয়ে রফতানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

গতকাল থেকে কোনো কারণ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে আগরতলার ব্যবসায়ীরা। এ কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে গতকাল দুপুর ১২টা পর্যন্ত মাছ রফতানি হয়েছে। শুধু মাছ আমদানি করবে বলে জানিয়েছেন আগরতলার ব্যবসায়ীরা। বাংলাদেশ-ভারতের কাস্টমসের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের কোনো সমস্যা নেই।
বন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সফিকুল ইসলাম বলেন, ত্রিপুরার আগরতলার ব্যবসায়ীরা কোনো কারণ ছাড়াই মাছ ছাড়া আর কোনো পণ্য নেবে না বলে জানান। এতে আমাদের দেশের ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। তিনি আরও বলেন, এ অবস্থা কতদিন চলতে পারে তার কোনো সঠিক জবাব পাওয়া যায়নি ওই পাড়ের ব্যবসায়ীদের কাছ থেকে। আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্মকর্তা (এলসিও) আবুল বাশার চৌধুরী জানান, দুপুর ১২টা পর্যন্ত শুধু মাছ রফতানি হয়েছে ভারতে। অন্য কোনো পণ্য যায়নি। আগরতলার কাস্টমস কর্মকর্তা জানান, তাদের পক্ষ থেকে সমস্যা নেই, তারা মাল নিতে সবসময় প্রস্তুত রয়েছে। আমাদেরও কোনো সমস্যা নেই। আগরতলার ব্যবসায়ীরা মালামাল আমদানি করছে না।

No comments:

Post a Comment