Tuesday 28 December 2010

ভারতীয় পত্রিকার খবর : জঙ্গি সন্দেহে ১৮ বাংলাদেশী ভারতে আটক

কূটনৈতিক রিপোর্টার

ভারতীয় জলসীমা থেকে ট্রলারসহ ১৮ বাংলাদেশীকে জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে বলে একটি ভারতীয় পত্রিকায় খবর বেরিয়েছে।
ভারতীয় দৈনিক পত্রিকা বর্তমান-এ প্রকাশিত এই খবরে বলা হয়, গত শুক্রবার সুন্দরবনের ভারতীয় অংশে বংগাদুনি দ্বীপের কাছ থেকে সোনারতরী নামের একটি ট্রলারসহ ১৮ বাংলাদেশীকে আটক করে ভারতীয় কোস্টগার্ড।
এই আটকের ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গত রাতে জানান। ভারতীয় পত্রিকার খবরে বলা হয়, ট্রলারটি চট্টগ্রাম থেকে ছেড়ে এসে ভারতীয় জলসীমার ২৫ কিলোমিটার ভেতরে বংগাদুনি দ্বীপের কাছে ঘোরাফেরা করছিল।
এ সময় ভারতীয় জেলেরা কোস্টগার্ডের কাছে খবর পাঠায়। পরে ভারতীয় কোস্টগার্ডের একটি হোভারক্রাফট ট্রলারটিকে ১৮ জন বাংলাদেশীসহ আটক করে। এ ব্যাপারে ২৪ পরগনার জেলা প্রশাসক জানান, সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

No comments:

Post a Comment